মৌলভীবাজারে জাতীয় সমাজসেবা দিবস পালিত

January 2, 2025,

স্টাফ রিপোর্টার: “নেই পাশে কেউ যায়, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ সময় বিভিন্ন প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা ও পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ২ জানুয়ারি সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে সমাজসেবা দিবসের ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্নাঢ্য ওয়াকাথন বের হয়ে মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কল্যাণ রাষ্ট্র শীর্ষক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা বিভাগে উপরিচালক মো: হাবিবুর রহমানের পরিচালনায় ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথের সঞ্চালনায় কল্যাণ রাষ্ট্র শীর্ষক মুক্ত আড্ডা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

রাষ্ট্র শীর্ষক মুক্ত আড্ডা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান।

কল্যাণ রাষ্ট্র মুক্ত আড্ডায় অংশগ্রহন করেন মৌলভীবাজার প্রেস ক্লাবের আহব্বায়ক বকসি ইকবাল আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, সমাজসেবা বিভাগে সহকারী পরিচালক বারীন্দ্র চন্দ্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আজমল হোসেন।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, ছাত্র শিক্ষক, সরকারি কর্মকর্তা সেবা গ্রহীতা ও অংশীজনবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com