মৌলভীবাজারে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
স্টাফ রিপোর্টার॥ শিশু কন্যার বিয়ে বন্ধ করি,সমৃদ্ধ দেশ গড়ি, এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
শুক্রবার ৩০ সেপ্টেম্বর সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান শিকদার এর সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়েদা আক্তার। এতে বক্তব্য রাখেন, ব্য্রাক জেলা প্রতিনিধি আরিফুর রহমান,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি নাদিরা বেগম বিভাগীয় জয়িতা রোকশানা চৌধুরী,এফআরডিআরবি প্রতিনিধি সুমা রাণী দাস,মিলি বেগম, ইয়াহিয়া বিলাল প্রমুখ।
মন্তব্য করুন