মৌলভীবাজারে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-উপলক্ষ্যে র্যালী ও আলোচনা (ভিডিও সহ)
স্টাফ রিপোর্টার॥ ভ্যাট দিচ্ছে জনগণ,দেশের হচ্ছে উন্নয়ন স্লোগানে জাতীয় ভ্যাট দিবস ও (৯ডিসেম্বর -১৫ ডিসেম্বর) ভ্যাট সপ্তাহ-২০১৬ইং উপলক্ষ্যে মৌলভীবাজারে জাতীয় ভ্যাট দিবস পালিত হয়েছে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সিলেট এর যুগ্ন-কমিশনার মোঃ নেয়ামূল ইসলাম জাতীয় ভ্যাট দিবসও ভ্যাট সপ্তাহ-২০১৬ উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সিলেট এর যুগ্ন-কমিশনার মোঃ নেয়ামূল ইসলাম এর মৌলভীবাজার আবগারী ও ভ্যাট বিভাগ এর অফিস চত্বর থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ প্রধান /প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মৌলভীবাজার আবগারী ও ভ্যাট বিভাগ এর বিভাগীয় কর্মকর্তা পায়েল পাশা এর সভাপতিত্বে এবং মোঃ আল আমীন এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সিলেট এর যুগ্ন-কমিশনার মোঃ নেয়ামূল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার চেম্বারের সহ-সভাপতি মোঃ আবু সুফিয়ান,চেম্বার পরিচালক মহিম দে,বিজন কুমার দেব,মোঃ হামিদুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন সাংবদিক নজরুল ইসলাম মুহিব,রঙ্গু মিয়াপ্রমুখ।
মন্তব্য করুন