মৌলভীবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ এর উদ্বোধন

August 29, 2021,

পলি রানী দেবনাথ॥ “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ শুরু হয়েছে। উপলক্ষে রবিবার ২৯ আগষ্ট উদ্বোধনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। আলোচনা সভা শেষে উদ্যোক্তাদের মধ্যে ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি।
এর আগে মৌলভীবাজার পৌরসভা পুকুরে পোনা মাছ অবমুক্তকরন করা হয়। পোনা মাছ অবমুক্তকরন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রুমানা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক প্রমূখ। ২৮ আগষ্ট-৩ সেপ্টেম্বর মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে বিভিন্ন কার্যক্রম চলবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com