(ভিডিও সহ) মৌলভীবাজারে জিএসসি ইউকের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

September 19, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার সোসাইটি ইউকে মৌলভীবাজার শাখা।
মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর দুপুরে মৌলভীবাজারের আখাইলকুড়া ইউনিয়নের জগৎপুর বাজারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অত্র ইউনিয়নের বন্যা কবলিত ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জিএসসি ইউকের মৌলভীবাজার শাখার সভাপতি সিনিয়র ডা: ছাদিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফিরুজ, সদর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনকার আহমদ, সাবেক বৃট্রিশ কাউন্সিলর এমএ রহিম সিআইপি, সদর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, বৃট্রিশ কমিউনিটি নেতা প্রবাসী সাংবাদিক মকিস মনসুর, আখাইলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জয়নুল। এছাড়াও বক্তব্য রাখেন সরকারী কলেজের সহকারী অধ্যাপক রফি আহমদ নিজাম, দৈনিক মানজমিনের স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) মু.ইমাদ উদ দীন,সমাজ সেবক টিপু চৌধুরী,মাহমুদুর রহমান,সাবেক ছাত্রনেতা রাধাকান্তধর রাজুসহ অন্যান্যরা।
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার সোসাইটি ইউকে মৌলভীবাজার শাখা উদ্যোগে আখাইলকুড়া ইউনিয়নের কাদিপুর, জুম্মাপুর, সানন্দপুর, দূর্গাপুর গ্রামের বন্যা কবলিতদের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর ত্রাণ প্যাকেজ বিতরণ করা হয়। সংগঠনের নেতারা জানান পর্যায়ক্রমে জেলার বিভিন্ন ইউনিয়নের এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com