মৌলভীবাজারে জেল হত্যা দিবস পালিত (ভিডিও সহ)

November 3, 2016,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জাতীয় চার নেতার মৃত্যু বার্ষিকী ও জেল হত্যা দিবস পালন করেছে জেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠন।
৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার শহরে চৌমোহনায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত করার মধ্যদিয়ে শুরু হয় জেল হত্যা দিবসের কর্মসূচি। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্প¯তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নেতা কর্মিরা। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান।

14925793_1190005644426165_5জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিছবাউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আজমল হোসেন, জেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র ফজলুর রহমান, সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগর।
এ সময় বক্তারা বলেন ঘাতকরা বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতাকে হত্যা করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার অপচেষ্ঠা করেছিলো। কিন্তু তাদের চেষ্ঠা ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com