(ভিডিওসহ) মৌলভীবাজারে চলছে ট্রেইনি পুলিশ রিক্রুটিং, পরীক্ষা দিচ্ছে ১৫৬৮ জন

November 14, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ট্রেইনি পুলিশ কনস্টেবল রিক্রুটিং পরীক্ষা। পরীক্ষায় অংশ গ্রহন করছে নারী পুরুষ মিলে ১৫৬৮ জন।
১৪ নভেম্বর রবিবার সকাল ৭ টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকে শত শত পরীক্ষার্থী। একে একে ভিতরে প্রবেশ করছে সবাই। যারা প্রাথমিকভাবে নির্বাচিত হবে তারা ৩দিন বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে লিখিত পরীক্ষায় অংশ গ্রহন করবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে চুড়ান্তভাবে নির্বাচিত হবে। জেলায় পূরুষ কনস্টেবল নেয়া হবে ৩৪ জন ও মহিলা কনস্টেবল নেয়া হবে ৬ জন। মোট পরীক্ষার্থী রয়েছে পূরুষ ১৩ শ ৬৮ জন এবং মহিলা ২৪০ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, সম্পূর্ণ প্রভাবমুক্তভাবে এবছর পুলিশ রিক্রুট হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল), মোঃ শহিদুল হক মুন্সী।
এছাড়াও নিয়োগ সংক্রান্ত প্রতিটি ইভেন্ট পরিচালনায় দায়িত্বরত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com