মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের বর্ধিত সভা নৌযান শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ ৪ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির বর্ধিত সভায় ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা, দূর্ঘটনায় ক্ষতিপুরণ পূণঃনির্ধারণ, নদীপথে সন্ত্রাস-চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ নদীর নব্যতা বাড়ানোসহ ৪ দফা দাবিতে নৌযান শ্রমিকদের চলমান কর্মবিরতির সাথে একাত্মতা প্রকাশ করে অবিলম্বে নৌযান শ্রমিকদের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবিসমূহ মেনে নিয়ে চলমান অচলাবস্থার নিরসন করার জন্য সরকার ও মালিকপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
২৬ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি মোঃ নুর”ল মোহাইমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে এই আহ্বান জানানো হয়। ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক। সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তফা কামাল, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক সংঘের সভাপতি সোহেল আহমেদ, স’মিল শ্রমিক সংঘের জেলা সহ-সভাপতি মতিউর রহমান, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রধান, প্রচার সম্পাদক শাহিন মিয়া, দপ্তর সম্পাদক তারেশ বিশ্বাস সুমন,সদস্য জসিমউদ্দিন, কিসমত মিয়া, তাজুল ইসলাম প্রমূখ। সভায় বক্তারা বলেন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা স্বীকার করে সরকার ইতোমধ্যে সরকারি কর্মচারী ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছেন। তদোপরি প্রতিদিনই নিত্যপণ্যের দাম বাড়ছে। ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে আসছে সরকারের অযৌক্তিকভাবে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির উদ্যোগ। এমতবস্থায় নৌযানসহ সকল সেক্টরের শ্রমিকদের জন্য বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে মজুরি নির্ধারণ করা জর”রি।
সভা থেকে বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে শ্রমিক-কর্মচারীদের জন্য ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, আসন্ন ঈদুল আজহা ও শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সকল শ্রমিক মাসিক মূল বেতনের সমপরিমান উৎসব ভাতা প্রদান, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন প্রণয়ন, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় স্থাপন, ৮ ঘন্টা কাজ, পরিচয় পত্র, নিয়োগপত্র প্রদানসহ শ্রম আইন কার্যকর; চাল, ডাল, তেল, লবন, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির পরিকল্পনা বাতিল, রেলের ভাড়া বৃদ্ধি ও বাসাবাড়ি গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, সাম্রাজ্যবাদ ও তার দালাল ভারতের সাথে সুন্দরবন ধ্বংসকারী জাতীয় ও জনস্বার্থ বিরোধী রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন চুক্তি বাতিল, চা-শ্রমিক দৈনিক ৪০০ টাকা মজুরি প্রদান, অবিলম্বে বৈকন্ঠপুর চা-বাগানের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ও রেশন দ্র”ত পরিশোধ করে বাগানের স্বাভাবিক অবস্থা সৃস্টি করা, সমকাজে সমমজুরি, স’মিলসহ বিভিন্ন সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম কার্যকর, হোটেল শ্রমিক রিয়াদ হত্যাকারী খুনী আরিফুল ইসলাম সোহেলকে অবিলম্বে গ্রেফতার দাবি জানানো হয়।
মন্তব্য করুন