(ভিডিওসহ) মৌলভীবাজারে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ ডিসেম্বর রোববার সকালে স্থানীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সেমিনার, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ।
বিশেষ অতিথি পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জিয়াউর রহমান, সদর থানার ওসি মোঃ ইয়াছিনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার,
সেমিনারে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইসিটি স্পেশালিষ্ট, ফ্রীলান্সার, ইউডিসি উদ্যোক্তাবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীসহ অন্যান্যরা।
মন্তব্য করুন