মৌলভীবাজারে ডিভি লটারী বিজয়ী ও ভিসা বঞ্চিতদের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার॥ আমেরিকান ডিভি লটারী বিজয়ী ও ভিসা বঞ্চিতরা ১৯৯৫ সাল থেকে ২০১২সাল পর্যন্ত মার্কিন অভিবাসন নীতির আলোকে বাংলাদেশী উল্লেখ সংখ্যক মানুষ ডিভি লটারীতে বিজয়ী হওয়ার পর লটারী প্রাপ্তদের প্রয়োজনীয় পাসপোর্ট,স্পনসারশীপ, মেডিকেল টেস্ট ও ভিসা ফিস প্রদান করেও যুক্তরাষ্টে যেতে পারেননি। তারা দূতাবাসের কিছু অসাধু কর্মচারী ও দালালের কারণে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেন।
১৮ সেপ্টেম্বররোববার দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমেরিকান ডিভি লটারী বিজয়ী ও ভিসা বঞ্চিত বাংলাদেশী সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ ইউনুস আলী তার লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আরো বলেন, ৪শ’জন ডিভি লটারী বঞ্চিতরা আমেরিকার ভিসার পেছনে ঘুরতে গিয়ে ভিটা-বাড়ী বিক্রী করে এখন মানবেতর জীবন যাপন করছে। তৎকালীন প্রেসিডেন্ট বিল কিলটন এর নিকট আবেদন করা হলে গত ২০০০ সালের ১২ এপ্রিল ভিসা প্রক্রিয়াকরনের পদ্ধতি পরিবর্তন করা হলেও কিছু অসাধু দালাল এর কারনে পরিবর্তিত পদ্ধতিতেও কোন কাজ হয়নি।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয় সহ আমেরিকান দূতাবাসে একাধিক সময়ে চিটি দিয়েও এ পর্যন্ত কোন কাজ হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক বিভাস রঞ্জন দাশ, নির্মেলেন্দু পাল সহ অন্যান্যরা।
মন্তব্য করুন