(ভিডিওসহ) মৌলভীবাজারে তিনদিনব্যাপী অনুসন্ধানী রিপোর্টিং প্রশিক্ষণ শেষ হয়েছে

November 18, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের নিয়ে ৩দিন ব্যাপী অনুসন্ধানী রিপোর্টিং প্রশিক্ষণ শেষ হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবি’র আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
১৮ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
পিআইবি’র প্রশিক্ষক শাহ আলম সৈকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদ, সরওয়ার আহমদ, বকসী মিছবাউর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত।
প্রশিক্ষণটি শুরু হয়েছে গত ১৬ নভেম্বর সোমবার সকাল ৯টা থেকে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে। প্রশিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেন নিউইয়র্ক টাইমস এর স্ট্রিংগার ও বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক জুলফিকার আলী মানিক, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু।
পরে পরে জেলা প্রশাসক ও মহাপরিচালক প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তোলে দেন। তিনদিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার ৩৫ জন সাংবাদিক অংশ নেন। জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে আরও ২টি প্রশিক্ষণ চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com