মৌলভীবাজারে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু (ভিডিও সহ)

January 9, 2017,

স্টাফ রিপোর্টার॥ উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলতন্ত্র এই স্লোগানে মৌলভীবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৭।

সোমবার ৯ জানুয়ারি সকাল ১০ টায় উন্নয়ন মেলা উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে র‌্যালীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব অশোক মাধব রায়, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ফারুক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান, সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, পৌর মেয়র ফজলুর রহমান প্রমূখ। মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন উন্নয়ন দফতরের ৭০ টিরও অধিক স্টল বসেছে। স্টলগুলোতে সরকারের উন্নয়ন নিয়ে বিভিন্ন ব্যানার, ফেষ্টন, ডকুমেন্টারী দেখানো হচ্ছে এবং তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া মৌলভীবাজারের রাজনগর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় উন্নয়ন মেলা শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com