মৌলভীবাজারে তিন সন্তানের জননীর মৃত্যু ৩ সন্তান অসহায়
মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজারে তিন সন্ত্রানের জননী কনা বেগম (৩৩) এর মৃত্যু হয়েছে। অভিভাবকহীন হয়ে পড়ে কনা বেগমের তিন সন্তান লাশ নিতে কেউ আসছেনা হাসপাতালে।
২৪ আগষ্ট বুধবার বিকেলে মৌলভীবাজার সদর হাসপাতালে এ ঘটনাটি ঘটে। কনা বেগম ময়মনসিংহ এলাকায় বাসিন্দা সে র্দীঘ দিন যাবত মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়রের দক্ষিন বাড়ন্তী এলাকায় একটি কলোনীতে বসবাস করে আসছিল।কনা বেগমের তিন সন্তান কাওছার মিয়া (৯) রিয়া বেগম (৮) ও নিলয় মিয়া (২)।মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.
পলাশ জানান, প্যাগনেন্সির অসম্পুন্ন ডিএনসি করাবন্থায় রক্তশুন্যতা নিয়ে কনা বেগম হাসপাতালে ভর্তি হন। তখন তার রক্তের হিমোগ্লোবিনের পরিমান কম ছিলো। কনা বেগমের সন্তনরা জানায় তাদের বাবা হুমায়ুন মিয়া প্রায় ৩ বছর আগে আরেক বিয়ে করে অন্যত্র চলে গেছেন। এর পর থেকে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়রের দক্ষিন বারন্তী এলাকায় একটি কলোনীতে তারা বসবাস করছে। তার মা বাসা কাজ করতো। বর্তমানে তাদের কেউ নেই। তবে তাদের ময়মনসিংহে তাদের এক মামা আছেন বলে জানায়। হাসাপাতাল সূত্রে জানাযায়, কনা বেগম মারা যাওয়ায় হাসপাতালে বেডেই অসহায়বস্থায় পড়ে আছে তার তিন সন্তান। এদিকে তাকে যারা হাসপাতালে এনে ভর্তি করেছিলো তারাও গাঁ ঢাকা দিয়েছে।
মন্তব্য করুন