মৌলভীবাজারে দুদক ও টিআইবির যৌথ উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত (ভিডিও সহ)
স্টাফ রিপোর্টার॥ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর যৌথ উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর সোমবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ মিলনায়তনে গণশুনানি কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ।
গণশুনানী পূর্ব এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিক এনগেজমেন্ট বিভাগ টিআইভি পরিচলাক উমা চৌধুরী, পুলিশ সুপার মোহাম্ম¥দ শাহজালাল, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুদক সিলেট অফিসের পরিচালক শিরীন পারভিন। বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহীদুল হক, দূর্নীতি প্রতিরোধ কমিটি শ্রীমঙ্গর এর সহ-সভাপতি ডাঃ হরিপদ রায়, সনাক এর সভাপতি সৈয়দ নেছার আহমদ প্রমুখ।
পরে প্রায় ৩ ঘন্টা ব্যাপী গণশুনানির সঞ্চালনা করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গণশুনানিতে শ্রীমঙ্গল উপজেলার ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, হিসাবরক্ষণ অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, সমাজ সেবা অফিস, সমবায় অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিসের প্রধানরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি অফিস থেকে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হওয়া সাধারণ নাগরিকরা তাদের বিভিন্ন অভিযোগ উত্থাপন করে। গণশুনানিতে সেবা প্রদানকারী বিভিন্ন সরকারি অফিসের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি, দায়িত্বে অবহেলাসহ মোট ৩৫টি লিখিত অভিযোগ পাওয়া যায়। এছাড়াও উপস্থিত ১০ থেকে ১২ জন মৌখিক অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে উল্লেখিত প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাবৃন্দকে জবাবদিহি করার জন্য দুদক কমিশনার নির্দেশ প্রদান করেন।
গণ শুনানী উপলক্ষ্যে সকালে শ্রীমঙ্গল শহরে বর্নাঢ্য র্যালী ও মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন