(ভিডিওসহ) মৌলভীবাজারে দেবীর বিদায়ের শুভক্ষণে মঙ্গলের জন্য সিঁদুর দানের খেলায় মাতেন সনাতন ধর্মের নারীরা

October 5, 2022,

স্টাফ রিপোর্টার॥ শারদীয় দূর্গোৎসবের বিজয়া দশমীর নানা আনুষ্ঠানিকতার শেষ দিন। ৫ অক্টোবর দূপুর থেকে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার ১ হাজার ৭টি পুজা মন্ডপে দশমীর শেষ আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। তারপর সনাতন ধর্মাবলম্বী নারীরা মায়ের চরনে পুষ্পাঞ্জলি ও কপালে সিঁদুর পড়িয়ে পরিবার দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
বিদায়ের বেদনা অন্যদিকে বিজয়ের আনন্দে বিজয়া দশমীর পূজা শেষে মৌলভীবাজারের ভবানি মন্দির, কালী মন্দির, ত্রিনয়নী মন্ডপসহ বিভিন্ন স্থানে দেবী বিদায়ের শুভক্ষণে মঙ্গলের জন্য সিঁদুর দানের খেলায় মাতেন সনাতন ধর্মের নারীরা। দেবী বিসর্জনের দিন হলেও আগামী বছর আবারো দেবী মঙ্গল নিয়ে ফিরবেন এমনটায় প্রত্যাশা সকলের।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com