মৌলভীবাজারে দোয়া মাহফিলে মধ্যদিয়ে হেফাজতের প্রতিবাদ

March 29, 2021,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার শহরে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের ঈদগাহ প্রাঙ্গনে হেফাজত ইসলামের দোয়া মাহফিলে অংশ গ্রহন করেছেন বিভিন্ন স্থান থেকে আসা নেতা কর্মীরা। পৃথক ভাবে প্রেসক্লাব চত্ত্বরে হেফাজত ইসলামের অপর অংশ প্রতিবাদ ও দোয়া মাহফিল পালন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।

সোমবার ২৯ মার্চ দুপুরে মৌলভীবাজার শহরে ঈদগাহ প্রাঙ্গনে হেফাজতের দোয়া মাহফিলের আয়োজন করে বরুনা ও ধর্মপুরী অনুসারীরা। দোয়া পরিচালনা করেন বরুণা মাদরাসার মুফতি রশিদুর রহমান ফারুক। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আহমদ বেলাল, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা আফজল হামিদী, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা সৈয়দ সাইফুর রহমান, হাসান আহমদ খান, জাকির হোসেন, মুফতি হাবিবুর রহমান শামীম, মাওলানা আব্দুল মগনী, মাওলানা মোজাহিদুল ইসলাম কালাপুরী। এ সময় হেফাজতের অনেক কর্মীরা লাঠিসোটা নিয়ে মাহফিলে যোগ দেয়।

এদিকে প্রেসক্লাব চত্ত্বরে কেন্দ্রীয় হেফাজতের সদস্য মাওলানা জামিল আহমদ আনসারীর নেতৃত্বে আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা এহসান জাকারিয়া, মাওলানা শাহ মিছবাউর রহমান, মোস্তাকুর রহমান সাঈদী, মাওলানা ইসলাম উদ্দিন,মাওলানা নুরুল আলম, মাওলানা এমদাদুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন হেফাজতকর্মিদের উপর যারা হামলা চালিয়েছে তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং নিহত-আহতদের ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া গ্রেপ্তার হওয়া হেফাজত কর্মীদের ছেড়ে দেয়ার দাবী করেন।

মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক জানান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে মাঠে পুলিশ সদস্যরা কাজ করে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com