(ভিডিওসহ) মৌলভীবাজারে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪২৯ পালিত

April 14, 2022,

স্টাফ রিপোর্টার॥ বাংলা নতুন বছর ১৪২৯ উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পহেলা বৈশাখ সকাল সাড়ে ১১ টায় ‘ঐ নূতনের কেতন ওড়ে’ স্লোগান নিয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বের হয়ে সরকাররি উচ্চ বিদ্যালয় সম্মুখে গিয়ে শেষ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাসির রিকাবদার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নবনির্মিত জেলা শিল্পকলা একাডেমি ভবন অডিটরিয়ামে বর্ষবরণ ১৪২৯ এর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও চিত্রাঙ্কান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com