মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে এম সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার॥ নানা আয়োজনের মধ্যে দিয়ে বরণ্য রাজনীতিবীদ সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম এম সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে কোরানে খতম, মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ করা হয়। ৫ সেপ্টেম্বর সোমবার দূপুরে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন করেন সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার দলীয় নেতা কর্মী ও পরিবারের সদস্যরা। পরে কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন সবাই। এ সময় উপস্থিত ছিলেন মরহুম সাইফুর রহমানের পুত্র সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান,জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, মৌলভী ওয়ালী সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি এডভোকেট আনোয়ার আক্তার শিউলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম রিপন, সদর উপজেলা বিএনপি, যুবদল ,
শ্রমিকদল, স্বেচ্ছা সেবকদলসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীসহ পরিবারের সদস্যরা। এ ছাড়া সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম ও সাধারণ সম্পাদক অলি আহমদ, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী,সদর উপজেলা সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলালসহ বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায়ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল, দোয়া ও শিরনি বিতরনের আয়োজন করেছেন। এছাড়া বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানীর বাসভবনে আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানী, সাবেক পৌর মেয়র ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুল করিম ময়ূন,
সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাদশা,কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্বল, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান ফয়ছল আহমদ,যুবদল নেতা মুহিতুর রহমান হেলালসহ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জি এম মোক্তাদির রাজু, তাঁতীদলের জেলা আহবায়ক আব্দুর রকিব সাবু, জিসাসের জেলা আহবায়ক মিলাদ হোসেন,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য ২০০৯ সালের এই দিনে মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাহ্মণবাড়ীয়া জেলার ঢাকা-সিলেট মহা সড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরন করেন তিনি। মরহুম এম সাইফুর রহমান বানিজ্য মন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে ১২ বার বাজেট পেশ করেছিলেন তিনি।
মন্তব্য করুন