(ভিডিওসহ) মৌলভীবাজারে নারি ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়
July 18, 2019,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নারি নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগামের আওতাধীনে ওয়ান স্টপ ত্রাইসিস সেলের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে এক অবিহত করণ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১৮ জুলাই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে সম্প্রতি সময়ে সারাদেশে নারি ও শিশু নির্যাতন বেরে যাওয়ায় সচেতনতামূল সভার উদ্যেগ নিয়েছে এই মন্ত্রণালয়। সভায় নারি ও শিশু নির্যাতনের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে ও সহিংশতা প্রতিরোধে টোল ফ্রি নাম্বার ১০৯ এর কার্যক্রম শক্তিশালীকরণে জোর দেয়া হয়।
এসময় অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন হাসপাতাল তত্ত্বাবধায়ক পার্থ স্বারথী দত্ত কানোনগো, নিয়োজিত ওসিসির প্রধান সুরুরুম মারফুয়া।
মন্তব্য করুন