মৌলভীবাজারে নিখোঁজ দুই ভাই বাড়ি ফিরেছে
স্টাফ রিপোর্টার॥ পড়াশোনার চাপে দুই ভাই নিজেদের ইচ্ছায় পালিয়ে গিয়েছিলো। দুইজনই ছিলো মাদ্রাসা শিক্ষার্থী। দুই ভাই ১০ নভেম্বর রাত ১০টায় শেরপুর বাসস্ট্যান্ড থেকে হানিফ বাসে করে ঢাকায় চলে যায়। সেখানে টঙ্গী এলাকায় নিজেদের পরিচয় গোপন রেখে আরিফুল ইসলাম চৌধুরী রাহি (১৪) কাপড়ের ফ্যাক্টরীতে। আর মো. শরীফুল ইসলাম চৌধুরী মাহী (১২) সাবানের ফ্যাক্টরীতে কাজ নেয়।
শনিবার ১৬ ডিসেম্বর সকাল সাতটার দিকে পালিয়ে যাওয়া দুই ভাই তাদের নিজেদের বাড়িতে ফিরে আসেন। তাদের নিখোঁজের পর জিডির প্রেক্ষিতে (ডায়েরি নম্বর-৫৬৯)। বিষয়টি তদন্তে নামে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। তারা পালিয়ে যাওয়া দুই ভাইয়ের অবস্থান সম্পর্কে অবগত হন। এরমধ্যে খবর পান পুলিশের কথা জানতে পেরে পালানো দুই ভাই নিজেরাই আবার বাড়িতে ফিরে আসেন।
রোববার ১৭ ডিসেম্বর মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। জানা যায় ৮ সেপ্টম্বর শুক্রবার বিকেলে উলুয়াইল গ্রামে আপন দুই ভাই গ্রামের মসজিদে জুম্মার নামাজ শেষে আর বাড়ি ফিরেনী। আত্নীয় স্বজন পরিচিতজনদের বাসা বাড়িসহ সম্ভাব্যসকল স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। প্রায় প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও কোনো হদিসই মিলছিলোনা তাদের। এনিয়ে পরিবারের সদস্যদের রাত দিন কাটে চরম উদ্বেগ উৎকন্ঠায়। নিখোঁজ দুই ভাই মো: আরিফুল ইসলাম চৌধুরী রাহি আখাইলকুড়া ইউনিয়নের শাহদরং হাফিজিয়া মাদ্রাসায় পড়তো। আর মো: শরিফুল ইসলাম চৌধুরী মাহী বাড়ন্তী নৌমোজা দাখিল মাদ্রাসায় ৭ম শ্রেণীতে অধ্যয়ণরত ছিলো। নিখোঁজ দুই জনই প্রবাসী মো: নাজমুল আহমদ ও আফতারুন বেগম দম্পত্তির দুই ছেলে। তারা পড়ালেখা করত লজিং ও হোস্টেলে থেকে। একই দিনে দু’ভাই নিখোঁজ হওয়ার ঘটনা চাউর হলে বিষয়টি জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। মাহী ও রাহী নিখোঁজ হবার পর তাদের ফুফাতো ভাই মুবেদুর রহমান মৌলভীবাজার সদর মডেল থানায় একটি জিডি করেছিলেন। অন্যদিকে ছেলেদেরকে উদ্ধারের জন্য আফতারুন বেগম পুলিশ সুপারের নিকট পৃথকভাবে একটি আবেদনও করেছিলেন ।
মন্তব্য করুন