(ভিডিও সহ) মৌলভীবাজারে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

January 11, 2021,

সাইফুল্লাহ হাসান॥ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সকল শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষে মৌলভীবাজারে মানববন্ধন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।
সোমবার ১১ জানুয়ারি বেলা ১২ টায় মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মো: রিপন আহমদ, মো: সাব্বির আহমদ, শিল্টু দাস, আজিজুর রহমান, প্রতিক ধর।
তাদের দাবিগুলো হলো- যে কোনো মূল্যে সেশনজট আটকাতে হবে। ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের তাত্ত্বিক বিষয়গুলে প্রমোশন দিয়ে প্র্যাক্টিক্যালগুলো পরবর্তী সেমিষ্টারের সাথে সংযুক্ত করতে হবে। ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের শর্ট সিলেবাসের মাধ্যমে ক্লাস নিয়ে দ্রুত পরীক্ষা নিতে হবে৷ ডুয়েট সহ সকল প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা ছাত্রছাত্রীদের জন্য আসন বরাদ্দ করতে হব।
আগামী ৩ দিনের মধ্যে যদি দাবিগুলো না মানা হয় তাহলে আরও জোরালো আন্দোলনের কঠিন হুশিয়ারী জানান শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com