(ভিডিওসহ) মৌলভীবাজারে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে যুবলীগ ও ছাত্রলীগের বাঁধা
স্টাফ রিপোর্টার॥ চার দফা দাবি নিয়ে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাঁধা এবং হামলা করেছে যুবলীগ ও ছাত্রলীগ। ১৯ জানুয়ারী মঙ্গলবার দূপুরে শহরের চৌমুহনা এলাকায় এ ঘটনাটি ঘটে।
পলিটেকনিক শিক্ষার্থীরা এর আগে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা একত্র হয়। পরে একটি বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় গিয়ে অবস্থান নেয়।
সেখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। একপর্যায়ে জেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের বাঁধা ও মারপিট করে রাস্থা থেকে তাড়িয়ে দেয়। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাটি নিয়ন্ত্রনে আনে।
আন্দোলনকারী শিক্ষার্থী জসিম উদ্দিন বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমাদের দাবি আদায়ের জন্য। আমরা চৌমুহন চত্বরে অবস্থা নেই। হটাৎ করে বহিরাগত কয়েকজন অতর্কিত হামলা করে। আমাদের ব্যানার ছিনিয়ে নেয়। তারা আমাদের বেশ কয়েকজনকে মারধর করে। আমাদের জুবায়ের আহমদসহ দুইজন শিক্ষার্থীকে মারপিট করে গুরুতর আহত হয়েছেন।
এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন বলেন, রাস্তা আটকিয়ে কিছু শিক্ষার্থী জনদূর্ভোগ তৈরী করছিল। আমি তাদের বলেছি তোমাদের দাবির সাথে একমত। তোমরা রাস্তা আটকিয়ে সাধারণ মানুষকে দূর্ভোগে ফেলো না। পরে তারা সেখান থেকে চলে যায়।
মন্তব্য করুন