(ভিডিওসহ) মৌলভীবাজারে পুলিশের ‘গোপন চোখ’

December 23, 2020,

স্টাফ রিপোটার॥ মৌলভীবাজার চালু হলো পুলিশের গোপন ক্যামেরা। স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবার বডি-ওর্ন-ক্যামেরা সেবা চালু করেছে মৌলভবাজার জেলা পুলিশ। শরীরে রাখা থাকবে গোপন ক্যামেরা। পুলিশের সকল কার্যক্রম রেকর্ড হবে ওই ক্যামেরায়। অনিয়ম বা অসংগতি হলেও তা ধরা পড়বে সহজেই। ব্যতিক্রমী এ কাজের মাধ্যমে স্বচ্ছতা আসবে পুলিশ বিভাগে। এমন ধারণা থেকে এই ব্যতিক্রমী উদ্যোগের সাথে এগিয়ে চলা।

২৩ ডিসেম্বর বুধবার মৌলভীবাজার শহরের চৌমোহনা পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ। ওই কার্যক্রমের নাম দেওয়া হয়েছে ‘গোপন চোখ’। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, ওসি ইয়াছিনুল হক উপস্থিত ছিলেন। প্রাথমিক পর্যায়ে মৌলভীবাজার সদরের ট্রাফিক পুলিশকে ১০টি বডি-ওয়ার্ন-ক্যামেরা এবং ৫টি ক্যামেরা সম্বলিত চশমা দেওয়া হয়।

এর ফলে সড়ক নিরাপত্তা জোরদার এবং দুর্নীতি কমবে বলে জানান পুলিশ সুপার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com