মৌলভীবাজারে পুলিশ-ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত

April 17, 2016,

স্টাফ রিপোর্টার॥  পুলিশ ও ম্যাজিস্ট্রেটের মধ্যে কাজের সমন্বয় ও বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে পুলিশ-ম্যাজিস্ট্রেট কনফারেন্স।

শনিবার ১৬ এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারের চিফ জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট এ কিউ এম নাছির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার  জাহিদুল ইসলাম, সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী, পাবলিক প্রসিকিউটর ভুবনেশ্বর পুরকায়স্থ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট কামরেল ইসলাম চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ব্যুরো অব ইনভেষ্টিগেশন) দেবব্রত সিংহ চৌধুরীসহ জেলার ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোর্ট ইন্সপেক্টর, রেলওয়ে থানার ওসিবৃন্দ।কনফারেন্সে সকলে মিলে একত্রে কাজ করার বিষয়ে সমন্বয় ও পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে ব্যাপক আলোচনা হয়। এছাড়া, মামলা জট কমানো, মামলার তদন্তকাজে গতি, ডাক্তারী রিপোর্ট, বন আইনে মামলাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। কনফারেন্সে ম্যাজিস্ট্রেট, পুলিশ, পাবলিক প্রসিকিউটর, আইনজীবী, বনবিভাগ, স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com