মৌলভীবাজারে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

June 12, 2016,

স্টাফ রিপোর্টার॥ দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মৌলভীবাজারের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন শনিবার দুপুর ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ, কিউ, এম নাছির উদ্দীন এর সভাপতিত্বে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়।

IMG_3440
কনফারেন্সে উপস্থিত ছিলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, মৌলভীবাজার পৌরসভার মেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার, মৌলভীবাজারের সিভিল সার্জন সার্জন সহ স্বাস্থ্য বিভাগ, গণপূত বিভাগ, জেল সুপার, সরকারী কৌশলী, জেলা প্রশাসকের কার্যালয়ের নিব্যাহী ম্যাজিস্ট্রেট, কোর্ট পুলিশ পরিদর্শক ও মৌলভীবাজারের প্রতিটি থানার অফিসার ইনচার্জগণ।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জানান, চলতি মে মাসে ৭২২৪টি মামলা বিচারধীন ছিল, নতুন মামলার সংখ্যা ৬৩০টি, নিষ্পত্তি হয়েছে ৭২৫টি মামলা। বর্তমানে বিচারাধীন রয়েছে ৬৯২৯টি মামলা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com