মৌলভীবাজারে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

November 13, 2024,

স্টাফ রিপোর্টার : পূবালী ব্যাংক পিএলসি দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার শাখার মাধ্যমে মৌলভীবাজাওে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। তারই ধারাবাহিকতায় বুধবার ১৩ নভেম্বর কর্মসূচি পালন করা হয়।

পূবালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার শাখার উদ্যোগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে এম সাইফুর রহমান অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আয়োজন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার আঞ্চলিক অফিসের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো: মুশফিকুর রহমান। প্রধান অতিথি উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো: মুশফিকুর রহমান বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করেন।

বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কার্যালয়ের সহ মহাব্যবস্থাপক মোহাম্মদ সরোয়ার আলম, পূবালী ব্যাংক পি এল সি মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক রাজদীপ রায়, মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) তুলসী রানী সরকার, সহকারী প্রধান শিক্ষক (দিবা), আবুল আল মউদু

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকগন ও শিক্ষার্থী এবং পূবালী ব্যাংকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com