(ভিডিও সহ) প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে মানববন্ধন

February 6, 2018,

স্টাফ রিপোর্টার॥ প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে এবং গাড়ি চালকদের প্রশিক্ষণের মাধ্যেমে প্রাণহানি রোধের দাবিতে মানববন্ধন প্রতিবাদ সভা করেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধ মঞ্চ, মৌলভীবাজার।
৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সড়ক দুর্ঘটনায় নিহত রাফাতের বাবা আব্দুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে, আশফাক আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা জাতীয় পার্টি (এরশাদ) সভাপতি সৈয়দ শাহাবউদ্দিন আহমদ, প্রেসক্লাব সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, ডা. এম এ আহাদ, বাপা নেতা আসম সালেহ সোহেল সহ রাফাতের স্বজন, বন্ধু ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী. রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন চালককে দূর্ঘটনা পরবর্তী সকল দ্বায়িত্ব নিয়ে গাড়ী চালনা করলে সড়ক দূর্ঘটনায় অকালে প্রাণ ঝরা অনেকটা কমে আসবে। এ ছাড়াও পেশাদার চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালনা বন্ধ করে নির্দিষ্ট গতিতে গাড়ি চালনা সহ আইন ও নীতিমালার মধ্যে নিয়ে আসার দাবী করেন। পরে জেলা প্রশাসক বরাবরে একটি স্বারক লিপি প্রদান করা হয়।
সম্প্রতি মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল যাবার পথে কালাপুর নামকস্থানে একটি দ্রুতগ্রামী ট্রাক ও সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটলে সিএনজিতে থাকা রাফাত গুরুত্বর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com