মৌলভীবাজারে প্রধানমন্ত্রী উপহার ভূমিহীন ও গৃহহীন ৩ শত পরিবারকে ঘর হস্তান্তর

June 20, 2021,

স্টাফ রিপোর্টার॥ মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দ্বিতীয় পর্যায়ে মৌলভীবাজারে ১ হাজার ১ শত ৫১টি ঘর দেওয়া হচ্ছে।
রোববার ২০ জুন সকাল সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জেলার শ্রীমঙ্গল উপজেলা মাজদিহি পাহাড়ের দৃষ্টিনন্দন এলাকায় নির্মিত ৩ শত ঘর ও দলিল গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী অনুপতি সাপেক্ষে স্থানীয় প্রশাসন হস্তান্তর করে।
জেলায় এর আগে প্রথম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ১ হাজার ১ শত ২৬টি ও দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ১ শত ৫১টি ঘর সহ মোট ২ হাজার ২ শত ৭৭টি ঘর হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে উপকারভোগী শিলা গুহ প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে সরাসরি কথা বলেন।
প্রতিটি পরিবারের অনুকূলে ২ শতাংশ করে ভূমি ও ঘর প্রদান করা হয়। সরবরাহকৃত ফোল্ডারে কবুলিয়ত, নামজারি খতিয়ান, সনদপত্র ও নামজারী ডিসিআর বুঝিয়ে দেয়া হয়।
এসময় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধক্ষ্য ড. আব্দুস শহিদ, নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাউর রহমান মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com