(ভিডিওসহ) মৌলভীবাজারে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের অরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার আয়োজনে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের অরিয়েন্টেশন ক্লাস এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার ২২ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে পৌর জনমিলন কেন্দ্রে ‘ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের’ ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ওরিয়েন্টশন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার অবসরপ্রাপ্ত নিবার্হী প্রকৌশলী মোঃ আবুল হোসেন খাঁন।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর জহির উদ্দিন আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার উপসহকারি প্রকৌশলী রণধীর রায়।
এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় আছে উই ফর বাংলাদেশ নামে একটি সংগঠন। তাদের সহযোগিতায় ২০১৭ সাল থেকে চালু হয় এবং শিক্ষার্থীরা ফ্রি কোর্সটি করেছেন।
ফ্রি কোর্সে রয়েছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, কম্পিউটার হার্ডওয়ার ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভোলাপমেন্ট কোর্স।
মন্তব্য করুন