(ভিডিওসহ) মৌলভীবাজারে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে : তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

January 17, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পূরো জেলা জুড়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।  টানা কয়েক দিন থেকে মৃদু থেকে মাঝারি শৈত প্রবাহ অভ্যাহত থাকায় জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।  ১৭ জানুয়ারী রোববার সকাল ৯ টায় তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ডক করা হয়েছে। কন কনে শীত ও ঘন কুয়াশার কারণে সাধারণ হাওরপাড় ও চা বাগান এলাকাসহ শ্রমজীবি মানুষ ভোগান্তিতে পরেছেন।  রাস্তায় যানবাহন গুলো হেড লাইট জ¦ালিয়ে চালাতে দেখা গেছে।
শীতের কারণে নিম্নআয়ের মানুষেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দিনে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। মৌলভীবাজার সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স গুলোতে শীতজনিত রোগ সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ঠ ও নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশু ও বয়স্কদের সংখ্যা বাড়ছে।
মৌলভীবাজারস্থ শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুজ্জামান জানান, মৌলভীবাজার জেলার উপরদিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা কেটে গেলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। শীতের এ অবস্থা আরও কয়েকদিন থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com