(ভিডিওসহ) বন্যাকবলিত মানুষের বিভিন্ন দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

July 21, 2019,

স্টাফ রিপোর্টার   মৌলভীবাজারে নদী ভাঙ্গন ও বন্যার হাত থেকে রক্ষা, অবৈধভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

২১ জুলাই রোববার দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে মানববন্ধনে সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের  নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ প্রায় দুইশতাধীক মানুষ এসে জড়ো হন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ মৌলভীবাজার সদর উপজেলার আখাইকুড়া ইউনিয়নের চানপুর,শেওয়াইজুরি, সুমারাই ও আমুয়া গ্রামের শত শত পরিবারের ভিটে বাড়ি হারিয়ে গত ২ বছর থেকে নদী ভাঙ্গনের ফলে প্রায় শতাধিক পরিবার আশ্রয়হীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

এছাড়াও নদী ভাঙ্গনের ফলে অনেক ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্কুল, মনু সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধও ভাঙ্গনের চরম ঝুঁকিতে পড়েছে। ক্ষতিগ্রস্থদের রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ চান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ মিছিল,মানবন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করেন। বিক্ষোভ মিছিল ও  মানববন্ধনে দূর্ভোগগ্রস্থ এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আখাইলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম আহমদ,স্থানীয় বাসিন্দা খালেদ আহমদ,আলাউদ্দিন মিয়া,আজাদ মিয়া,বলাই বর্মন,অমি বর্মন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com