মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন সেনা কর্মকর্তা, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী
স্টাফ রিপোর্টার॥ ক্রমাগত মৌলভীবাজার জেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন সেনাবাহিনীর মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল।
বৃহস্পতিবার ২২ আগষ্ট বিকালে শহরের মনু নদীর প্রতিরক্ষাবাঁধের ৪টি ঝুঁকিপূর্ণ স্থান, মনু ব্যারেজ, চাঁদনীঘাট ব্রিজ, পৌরসভার ওয়ার্কওয়ে, শাহ্বন্দর এলাকা ও রাজনগর উপজেলার কদমহাটা এলাকার মনু নদীর বাঁধ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে সিলেট বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত ঊর্ধবতন এই সেনা কর্মকর্তা। এসময় মৌলভীবাজারের বিদায়ী জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল মৌলভীবাজার জেলার বন্যা দূর্গত কয়েকটি এলাকা পরিদর্শন করেন। দূর্যোগপূর্ণ সময়ে সেনাবাহিনী সবসময় জনগনের পাশে অতিথের মতো থাকবে। এসময় তিনি বানের পানিতে আটকে পড়াদের উদ্ধারে ৪টি স্পিডবোড প্রদান করার কথা বলেন। এছাড়া ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত সকল বাঁধ মেরামতের আশ^াশ দেন।
এদিকে সরকারিভাবে ৭ উপজেলায় চাল বরাদ্দ দেওয়া হয়েছে ২শ ৩৫ মেট্রিক টন। এরমধ্যে বড়লেখা উপজেলার ৪০ মেট্রিক টন, জুড়ী উপজেলায় ৩০ মেট্রিক টন, কুলাউড়া উপজেলায় ১৫ মেট্রিক টন, রাজনগর উপজেলায় ৩০ মেট্রিক টন, মৌলভীবাজার সদর উপজেলায় ৫০ মেট্রিক টন, শ্রীমঙ্গল উপজেলায় ২০ মেট্রিক টন, কমলগঞ্জ ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হয়। নগদ অর্থ হিসেবে জেলার ৭ উপজেলায় ১২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন