মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত (ভিডিও সহ)

December 24, 2016,

স্টাফ রিপোর্টার॥ সময়ের সাথে অবিরল অবিচল এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৬৪ বছরের প্রদারপণ ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মৌলভীবাজারে ব্যাপক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, পাঠক সমাবেশ ও সুধি সমাবেশ, শিক্ষক শিক্ষার্থী সংবর্ধনা পুরস্কার বিতরণ ইত্যাদি।

moulvibazar-ittefaq-pic-2
এ উপলক্ষে শনিবার ২৪ ডিসেম্বর পাঠক সমাবেশ আলোচনা সভা ও পুরস্কার বিতরনী সভা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইত্তেফাকের কুলাউড়া সংবাদদাতা ও জেলার প্রবীণ সাংবাদিক সুশীল সেন গুপ্তের সভাপতিত্বে এবং জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। ২য় পর্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল।

dsc00299
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবে সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব, এডভোকেট রাধাপদ দেব সজল, সম্পাদক এস এম উমেদ আলী, প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট গোপাল চন্দ্র দত্ত, ইত্তেফাক শ্রীমঙ্গল সংবাদদাতা সৈয়দ নেছার আহমদ, ইত্তেফাক কমলগঞ্জ সংবাদদাতা নূরুল মোহাইমিন মিল্টন, ইত্তেফাক বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাস, ঢাকা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি রজত কান্তি গোস্বামী, নাট্যকার খালেদ চৌধুরী, দেশটিভি প্রতিনিধি সালেহ এলাহি কুটি, জনকণ্ঠ ও বাংলাভিশন প্রতিনিধি, সৈয়দ হুমায়েদ আলী শাহিন, মৌলভীবাজার মহিলা কলেজের ছাত্রী রুমা আক্তার, ন্যাশনাল চিলড্রেন ট্রাক্স ফোর্স লিডার সুমা আক্তার, ছাদিক আহমদ, জেবিন আক্তার, শিক্ষক মাধুরী মজুমদার, ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ আরিফুর রহমান, জেলা শ্রেষ্ট কৃষক সালেহ আহমদ, রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, অনুষ্ঠান প্রযোজক আল আমীন প্রমুখ।

dsc00315
পাঠক সমাবেশ ও আলোচনা সভা শেষে ইত্তেফাক পরিবারের পক্ষ থেকে জেলা একজন মেধাবী ছাত্র পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্ত শিক্ষকরা হলেন ছাত্র সুমা আক্তার ও শিক্ষক মাধুরী মজুমদার। পরে ইত্তেফাকে জন্মদিন উপলক্ষে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে উদ্বোধন করেন। অনুষ্ঠানমালায় শিক্ষক, ছাত্র, অভিবাবক, বিজ্ঞাপনদাতা, পাঠক, পত্রিকার এজেন্ট, ব্যবসায়ী, কৃষক, আইনজীবি, স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে নানা শ্রেণী পেশার মানুষ সকাল সাড়ে ৯টা থেকে আসেন ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে। সব শেষে প্রেসক্লাব প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com