(ভিডিওসহ) বর্ষিজোড়াকে সাফারি পার্ক করা হবে- বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

March 9, 2019,

স্টাফ রিপোর্টার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি মৌলভীবাজার বর্ষিজুড়া ইকোপার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন বর্ষিজোড়া ইকো পার্ককে সাফারি পার্কে রুপান্তরিত করা হবে।
শনিবার ৯ মার্চ দুপুরে পার্কটি পরিদর্শন শেষে এই প্রতিশ্রুতিসহ সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন মন্ত্রী। তিনি পার্কটিকে সাফারি পার্কে রুপান্তরিত করার প্রয়োজনীয়তা উপলব্দি করে বলেন এই পার্কটি মৌলভীবাজারের শহরের অতি নিকটে। তাই এটি সাফারি পার্ক হলে পর্যটক বাড়বে।
এছাড়া লাউয়াছড়া ন্যাশনাল পার্কের বিভিন্ন প্রাণী ও জীববৈচিত্র রক্ষার স্বার্থে লাউয়াছড়ার ভিতর দিয়ে যাওয়া রাস্তা ও ট্রেন লাইনেরও নতুনভাবে নির্মাণ নিয়ে সরকারের পরিকল্পনার কথা বলেন।
মন্ত্রী বলেন রেল লাইন সরানোর বিষয়টিও সরকার বিকল্প চিন্তাভাবনা করছে। তবে পাকা রাস্তাটি বন্ধ না করে উভয় পাশে কাঁটাতারের বেড়া দিয়ে ফ্যানসিং করার পরিকল্পনা আছে। তিনি বলেন এটি বাস্তবায়িত হলে তখন আর লাউয়াছড়ায় বন্য প্রাণী সড়ক দূর্ঘটনায় মারা যাবেনা। লাউয়াছড়া ন্যাশনাল পার্ক, বর্ষিজোড়া ইকোপার্কসহ দেশে যত বনাঞ্চল রয়েছে তার উন্নয়নে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি।
পলিথিন ব্যবহারে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন পরিবেশের জন্য ক্ষতিকারক পলিথিন ব্যবহার আমরা সকলে মিলে এক সাথে বন্ধ করে দিলে তখন এমনিতেই পলিথিন বন্ধ হয়ে যাবে। পরিবেশের ক্ষতিকারক পলিথিন ব্যবহার বন্ধে সকলের সচেতনতার প্রয়োজন।
মন্ত্রী বলেন পলিথিন ব্যবহারের বিকল্প পাটের ব্যাগ ব্যবহারে আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা নেয়া হয়েছে। পাটের ব্যাগ ব্যবহার শুরু হলেই এমনিতেই পলিথিন চিরতরে বন্ধ হয়ে যাবে। শুধু পলিথন নয়। নানা কারনে পরিবেশ ও জীববৈচিত্রের বিপর্যয় ঘটছে। আমরা এই পরিবেশ বিপর্যয় রোধে সব ধরণের পরিকল্পনা গ্রহণ করেছি। গাছ চোরাই রোধ ও বন উজাড় বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, বিভাগীয় বন কর্মকর্তা আবু মোছা শামসুল মোহিত চৌধুরীসহ বনবিভাগের কর্মকর্তা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রাধাপদ দেব সজলসহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে মন্ত্রী বন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। বিকেলে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মন্ত্রীসহ জেলার ৩ এমপিকে দেওয়া নাগরিক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি যোগদেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com