মৌলভীবাজারে বাইকার্স অব গ্রুপের ইফতার মাহফিল

শাহরিয়ার খান সাকিব : পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারে প্রথমবারের মতো জেলার মোটরসাইকেল বাইকার্সদের নিয়ে অনুষ্ঠিত হলো দোয়া ও ইফতার মাহফিল।
শুক্রবার ৭ মার্চ কমলগঞ্জ উপজেলার ছয়সিঁড়ি দীঘি পাড়ে এ আয়োজন করে বাইকার্স অব মৌলভীবাজার। এতে জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় আড়াশো মোটরসাইকেল বাইকার্সরা যোগ দেন।
এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটলাস অটো সুজুকি শো-রুমের পরিচালক পরিমল দেব লিটন, রেডস মটরস টিভিএস শোরুমের পরিচালক মো. আবু নোমান মুহিন, সিলেট বাইকিং কমিটির অ্যাডমিন ইকরাম আহমেদ, রুবেল রানা।
বাইকার্স অব মৌলভীবাজারের অ্যাডমিন শেখ রাফি, শেখ কাশেম, নাসের রাহমান, মো. সায়েম, এ এইচ বাবুল, গ্রুপ মডারেটর সৈয়দ মেহদী, সাদেক খান, মো. জাহান সায়েম, শাফি, জাকির, তুহিন, জিসান, জাবেদ, রুহিন, তানভীরসহ অন্যান্য গ্রুপ মেম্বাররা উপস্থিত ছিলেন।
বাইকার্স অব মৌলভীবাজার গ্রুপের অ্যাডমিন শেখ রাফি ও শেখ কাশেম, নাসের রাহমান জানান- আমরা যারা মোটরসাইকেল রাইড করি তাদেরকে নিয়ে বাইকার্স অব মৌলভীবাজার একটি প্লাটফর্ম। ২০২৪ সালে এটি যাত্রা শুরু করি। যাত্রা শুরু পর থেকেই আমরা বিভিন্ন বাইকাররা একত্র হয়ে আনন্দ উল্লাসে মাধ্যমে রাইড করি।
মন্তব্য করুন