(ভিডিও সহ) মৌলভীবাজারে বিজিবির উদ্যোগে মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার॥ সদিচ্ছা মাদকের চেয়ে শক্তিশালী ‘মাদককে না বলুন’- এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে ৪৬ শ্রীমঙ্গল বিজিরি উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ রবিবার সকালে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গন থেকে বের হয় বিশাল শোভাযাত্রা। শোভাযাত্রায় মৌলভীবাজার জেলার বিভিন্ন স্কুল কলেজের প্রায় দেড় হাজার ছাত্রছাত্রীসহ প্রশাসনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনালের হাসনাত। ৪৬ বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল আনিসুজ্জামান এর সভাপতিত্বে¡ ও
মেজর খালেদের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পুলিশ সুপার মো: শাহ জালাল, বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল আশরাফুল ইসলাম, মৌলভীবাজার সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মুহিবুল ইসলাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক সুবোধ কুমার বিশ্বাস প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন, বিজিবি পূর্বের যে কোন সময়ের তুলনায় এখন অনেক তৎপর। সরাইল রিজিয়নের শুধু শ্রীমঙ্গল সেক্টরের অধিনে গতবছর ৪ কোটি ১৭ লক্ষ টাকার মাদক দ্রব্য আটক হয়।সভায় ৪৬ বিজিবির অধিনায়ক বলেন, একমাত্র মাদকের কু-প্রভাবে সমাজে বেড়ে চলেছে অনাচার আর অবক্ষয়। তাই আমাদের জন্যই আমাদের সকলকে সচেতন হতে হবে।
মন্তব্য করুন