(ভিডিওসহ) বিজয়ের অগ্রযাত্রায় ৫০ বছরে বাংলাদেশ উৎসবের ৭ দিনব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন

December 31, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী বিজয়ের অগ্রযাত্রায় ৫০ বছরে বাংলাদেশ উৎসবে ৭ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
৩১ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিভিন্ন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এসময় বিভাগীয় কমিশনার স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে ‘শতবর্ষে শততথ্যে বঙ্গবন্ধু’ শীর্ষক পুস্তিকা বিতরণ করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নীচ তলায় ‘বঙ্গবন্ধু আইটি’ ল্যাবের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খুদেজা খাতুন, স্থানীয় সরকার উপ পরিচালক মল্লিকা দে, নুসরাত লায়লা নীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুস্তিকা প্রকাশে সহযোগিতা করে জেলা পরিষদ এবং পরিকল্পনা ও বাস্তবায়ন করে জেলা প্রশাসন। জেলায় ৭৫ হাজার শিক্ষার্থীর মাঝে ‘শতবর্ষে শততথ্যে বঙ্গবন্ধু’ শীর্ষক পুস্তিকা বিতরণ করা হবে।
বিকেলে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ৭দিনব্যাপী বইমেলা ও নাট্য উৎসবের উদ্বোধন করেন, একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার। উৎসবে প্রধান অতিথি ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমানসহ আরও অনেকে।
শুক্রবার উদ্বোধনী দিনে ঢাকার নাট্যদল মহাকাল নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় নাটক শ্রাবণ ট্রাজেডি। এছাড়া আগামী ছয় জানুয়ারি পর্যন্ত পরিবেশিত হবে ঢাকার লোক নাট্যদলের কুঞ্জুস, প্রাচ্য নাট্যদলের কইন্যা, প্রাঙ্গণে মোর নাট্যদলের হাছনজানের রাজা, শব্দ নাট্যচর্চা দলের চম্পাবতী, বাংলাদেশ পুলিশ থিয়েটারের অভিশপ্ত আগস্ট ও হবিগঞ্জের জীবনসংকেত নাট্যদলের জ্েযতিসংহিতা।
উদ্বোধনী দিনে প্রচুর সংখ্যক দর্শক নাটক দেখতে আসে। অডিটোরিয়াম কানায় কানায় ভরপুর ছিল। আয়োজকরা জানান, দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই এই উৎসব আয়োজন করা হয়েছে।
এছাড়াও আয়জনে রয়েছে উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বাউল গানসহ সাংস্কৃতিক পরিবেশনা, মুক্তিযুদ্ধ জাদুঘরের ভ্রাম্যমান প্রদর্শনী, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্থিরচিত্র প্রদর্শনী ও বইমেলা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com