মৌলভীবাজারে বিটিআরআইয়ের চ সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মশালা
May 11, 2024,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে চা আবাদ, ট্রিপিং, প্লাকিং পোকামাকড় দমন ও খরা ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।
শনিবার ১১ মে জেলার কুলাউড়া উপজেলার লংলা ভ্যালী ক্লাবে অনুষ্টিত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বিষয়ভিত্তিক বিশদ আলোচনা করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. ইসমাইল হোসেন, কৃষিতত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মাসুদ রানা ও কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন। কর্মশালায় লংলা ভ্যালি সার্কেলের বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন