মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব আদিবাসী দিবস
স্টাফ রিপোর্টার॥ সরকার আদিবাসীদের জন্য বিশেষ গুর”ত্ব দিয়ে কাজ করছে। সর্বশেষ বাজেটেও ক্ষুদ্রজাতিগোষ্টী অথবা আদিবাসীর জন্য বিশেষ বরাদ্ধ রাখা হয়েছে। তাদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। বিশ্ব আদিবাসী দিবসে মৌলভীবাজার জেলার ৯০টি ক্ষুদ্রজাতী গোষ্টীর উদ্দেশ্যে এ কথা বলেন, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
দিবসটিকে সামনে রেখে ৯ আগষ্ট মঙ্গলবার দুপুরে জেলার শ্রীমঙ্গল টি আইবি অডিটরিয়ামে নানা কর্মসূচীর আয়োজন করে সিলেট বিভাগ আদিবাসী ফোরাম ও সচেতন নাগরিক কমিটি(সনাক)। টিআইবির আহবায়ক সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে আদিবাসীদের শিক্ষার উপর গুর”ত্ব দিয়ে সভায় বক্তব্যদেন সিলেট বিভাগ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক জিডিসন প্রধান সুচিয়াং, মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী, পরিমল সিং বারাইকসহ বিভিন্ন জাতী গোষ্টীর অর্ধশতাধিক নেতা। আলোচনা সভা শেষে অডিটরিয়ামে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মন্তব্য করুন