মৌলভীবাজারে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি সম্প্রসারণ

June 3, 2016,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

IMG_0223
২ জুন বৃহস্পতিবার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সকাল ১১টায় মোবাইল ফিনান্সসিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এর সহায়তায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে কর্মসূচি সম্প্রসারণ করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিকাশ এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স ক্যাপ্টেন সাবের শরিফ, অবসরপ্রাপ্ত সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া ও বিশ্বসাহিত্য কেন্দ্রের মনিটরিং ও মূল্যায়ন বিভাগের সিনিয়র কো-অর্ডিনেটর উজ্জল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
বইপড়া কর্মসূচির মাধ্যমে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনির শিক্ষার্থীরা বছরে ১২ থেকে ১৬ টি করে বই পড়ার সুযোগ পাবে। স্কুল ও কলেজ ছাত্রছাত্রীদের জন্য পরিচালিত বইপড়া কর্মসূচি ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ এ সহায়তা প্রদানের উদ্দেশ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রকে ২০১৬ সালে ৩৫০০০ বই দিয়েছে বিকাশ। বিকাশ এর প্রদত্ত বই দিয়ে ৪০০টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর ৩০ হাজার শিক্ষার্থী বই পড়ার সুযোগ পাবে। বর্তমানে সারাদেশে এই কর্মসূচির আওতায় প্রায় ২০০০ শিক্ষা প্রতিষ্ঠানে ২ লক্ষ ছাত্রছাত্রী অর্ন্তভুক্ত রয়েছে। ২০১৪ সাল থেকেই বিকাশ বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সাথে সম্পৃক্ত রয়েছে। ২০১৪ ও ২০১৫ সালে বিকাশ এই কর্মসূচির জন্য যথাক্রমে ৩৪০০০ ও ৩০০০০ বই প্রদান করেছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com