মৌলভীবাজারে বিশ্ব পর্যটন দিবস পালিত
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃমাসুকুর রহমান সিকদার এর সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেল প্রশাসক মো: তোফায়েল ইসলাম।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক আহমদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের আহব্বায়ক সৈয়দ নওসের আলী খোকন। এতে বক্তব্য রাখেন,সাংবাদিক হাসনাত কামাল,নজরুল ইসলাম মুহিব প্রমুখ। সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। জেলার সম্ভাবনাময় বিভিন্ন পর্যটন স্পট নিয়ে আলোচনা হয়।
মন্তব্য করুন