মৌলভীবাজারে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

স্টাফ রিপোর্টার : জন্ম হোক সুরক্ষিত ভবিষ্যত হোক আলোকিত এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ৭ এপ্রিল সোমবার সকালে সিভিল সার্জন অফিসের ইপিআই ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মৌলভীবাজার সিভিল সার্জন অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। মৌলভীবাজার সিভিল সার্জন ডা. মো: মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ২৫০শয্যা হাসপাতালের তত্ববধায়ক ও উপপরিচালক প্রণয় কান্তি দাশ, পুলিশ পরিদর্শক রুহুল আমিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা.এস এম মাহফুজুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন দেনাথ প্রমুখ।
অতিথিরা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। এই অধিকার পূরণের লক্ষ্যে চিকিৎসক সহ সংশ্লিষ্ট সকলকে ওঁতপ্রোত ভাবে কাজ করতে হবে। স্বাস্থ্য সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। আমাদের দেশের স্বাস্থ্য সেবার মান অনেক উন্নত হয়েছে। স্বাস্থ্য খাতে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত। বর্তমান সরকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। এখান থেকে জনগণ স্বল্প মূল্যে চিকিৎসা নিতে পারছে।
এর আগে সকালে মৌলভীবাজার সিভিল সার্জন অফিসচত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার ই পি আই ভবন প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালিতে চিকিৎসক, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, নার্স ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন