মৌলভীবাজারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

March 26, 2025,

পলি রানী দেবনাথ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মৌলভীবাজারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

২৬ মার্চ বুধবার মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় ও মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা, উপজেলা নির্বাহী অফিসার মো: তাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা আনসার আলী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভা শেষে ১৯৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com