মৌলভীবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাথে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ, আহত শতাধিক, শহর জুড়ে আতংঙ্ক
স্টাফ রিপোর্টার॥ রোববার ৪ আগষ্ট দুপুরের দিকে পূর্ব ঘোষনানুযায়ী একদফা দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা মৌলভীবাজার সরকারি কলেজের সামনে জড়ো হয়। কোর্ট এলাকায় সাকুরা মার্কেটের সামনে আসা মাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের বাঁধাদেয় পুলিশ। ওখান থেকে বাঁধা অতিক্রম করে সামনের দিকে আগাতে থাকেন কয়েক শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী। তারা মিছিল সহকারে শহরের চৌমহনায় এলাকায় পৌছালে তাদের উপর ছাত্রলীগ, যুবলীগ হামলা চালায় ও ব্যাপক মারধর করে। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা পিছু হটে প্রায় ৩০ মিনিট পর সুসংগঠিত হয়ে অন্তত ৪ থেকে ৫টি গ্রুপে শহরের চৌমুহনা এলাকায় অবস্থানকারী ছাত্রলীগ, যুবলীগের উপর হামলা চালায়। পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নেয়। দুপুর ১২টা থেকে সংঘর্ষ শুরু হয়ে চলে আড়াইটা পর্যন্ত। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক আহত হন। পরে আন্দোলনকারীরা শহরের চৌমুহনা এলাকা নিয়ন্ত্রণে নেয় এবং এবং ১ দফার দাবীতে মিছিল করে। সংঘর্ষ চলাকালে ৮টি মোটরসাইকেলে অগ্নি সংযোগ করা হয়, ৫টি গাড়িসহ পুলিশ বক্স্র ভাংচুর করা হয়। পেশাগত দায়িত্ব পালনকারী ৮ থেকে ১০ জন সাংবাদিক আহত হন। সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া হয়। ভাংচুর করা হয় সাংবাদিকের ক্যামেরা ও মটর সাইকেল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্টগ্রেনেড ছুড়ে। শহর জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। শহর জুড়ে আতংঙ্ক বিরাজ করছে।
মন্তব্য করুন