(ভিডিও সহ) মৌলভীবাজারে বোমা বিস্ফোরক মামলায় এক জঙ্গিকে যাবতজ্জীবন কারাদন্ড

August 30, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বোমা বিস্ফোরক মামলায় জঙ্গি মঞ্জুরুল মুরাদ ওরফে আব্দুল্লাহ আল রায়হা মুরাদকে যাবতজ্জীবন কারাদন্ড দিয়েছেন ২নং বিশেষ ট্রাইব্যুনাল আদালত।
৩০ আগষ্ট বুধবার দুপুরে মৌলভীবাজার ২নং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন। ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার দিন মৌলভীবাজারে জেলা ও দায়রা জজ আদালতের সিড়ির নিচে এবং ভবনের মূল গেইটে ২টি বোমা রাখার অভিযোগ ছিলো জঙ্গি মঞ্জুরুল মুরাদের উপর । তাঁর বাড়ী চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আলীপুর গ্রামে।

এ মামলায় মোট চার জন আসামী ছিলেন। অন্য তিন আসামীর উপর অভিযোগ প্রমানিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন। রাষ্ট্র পক্ষের আইনজীবি কৃপাসিন্ধু দাস জানিয়েছেন বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে জঙ্গি মুরাদকে সাজা দেওয়া হয়েছে। ২০০৫ সালে ১৭ আগস্ট সারা দেশের ৬৩ জেলায় একযুগে সিরিজ বোমা হামলার ঘটনায় মৌলভীবাজারে ৫টি মামলা হয়েছিলো। এর মধ্যে আজ একটি মামলার রায় দিয়েছেন আদালত। অন্য মামলা গুলো চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com