মৌলভীবাজারে বোরো ধানের বাম্পার ফলন : হাওরে আনুষ্ঠানিক ভাবে ধান কর্তন শুরু

April 12, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের বরুনা এলাকায় বোরো ধান কর্তন উৎসবের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ১২ এপ্রিল দূপুরে জমিতে ব্রি ধান-৫৮ কর্তন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা নিবাহী অফিসার মোঃ নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোঃ সামসুদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন মুনালিসা সুইটি ও স্থানীয় কৃষক জমির মালিক মোঃ ইউসুফ মিয়া।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৬ হাজার ৮‘শ হেক্টর জমি। ধানের দাম ভাল পাওয়ায় এ বছর বোরো আবাদ বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭‘শ ৫০ হেক্টর জমি। জেলার বিভিন্ন এলাকায় ধান পাকতে শুরু করেছে, ঝড়, শিলা বৃষ্টি ও পাহাড়ী ঢল আসার আগে ধান কর্তনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com