মৌলভীবাজারে বয়লার খামারীদের প্রশিক্ষণ কর্মশালা
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বয়লার খামারীদের একদিনের এক প্রশিক্ষণ কর্মশালা ৩০ নভেম্বর শহরের কলাপাতা রেষ্টুরেন্টের ২য় তলায় অনুষ্ঠিত হয়। এ সি আই গোধারেজ এগ্র প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় ও খামারী সায়েম আহমদের পরিচালনায় প্রশিক্ষকের বক্তব্য রাখেন এসি আইর সিলেট বিভাগের জোনাল এক্সিকিউটিভ ডা. দেবাশীষ ভট্টাচার্য্য । খামরীদের মধ্যে বক্তব্য রাখেন খামারী সাংবাদিক আজাদুর রহমান আজাদ সিংকাপন, মোঃ খালেদ বর্ষিজোড়া, আমীনুল ইসলাম কোরাইসী পাগুলিয়া, অমেলেন্দু মালাকার আটগাও প্রমুখ। ডা. দেবাশীষ রায় খামারীদের বয়লার মুরগী পালন, জৈব নিরাপত্তা, রোগ নির্ণয় ও চিকিৎসা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়া বয়লার মুরগের খাদ্য হিসেবে এসিআইর ফিডের গুণাগুণ উল্লেখ করে এ ফিডের ব্যবহার বৃদ্ধির আহ্বান জানান খামারীদের। খামারীরা তাদের বক্তব্যে এসিআই ফিডের ব্যবহারের সন্তোষ প্রকাশ করে এ ফিডের ব্যবহার বৃদ্ধির আশ্বাস প্রদান করেন।
মন্তব্য করুন