মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিন্টেশন কর্মশালা (ভিডিও সহ)

July 13, 2016,

স্টাফ রিপোর্টার॥ ভিটামিন ‘এ’ খাওয়ান, মুত্যুর ঝুকি কমান, এই শ্লোগান নিয়ে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Sequence-11_1
বুধবার ১৩ জুলাই জেলার ইপিআই ভবন মিলনাতনে সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ মাহবুব ও সাধারন সম্পাদক এস,এম উমেদ আলী। রিসোর্সপারসন ছিলেন ডাঃ জাহিদুল ইসলাম ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন। পরে মুক্ত আলোচনায় অংশ নেন পাতাকুঁড়ির দেশ পত্রিকার সম্পাদক নুরুলইসলাম শেফুল, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব।

Abu_Jafar
ওরিন্টেশন কর্মশালায় জানানো হয় ১৬ জুলাই জেলায় ৬-১১ মাস বয়সী ২৭হাজার ৫শত ৬জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ২লাখ ৩৪ হাজার ৬শত ৬১ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

t

কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিগন অংশ গ্রহন করেন। কোন শিশু ভিটামিন ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পরে সেদিকে দৃষ্টি রাখতে সকল সাংবাদিকদের মাধ্যমে অভিভাবকদের প্রতি আহবান জানান আয়োজকরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com