মৌলভীবাজারে ভূমিকম্পে করনীয় বিষয়ে ফায়ার সার্ভিসের মহড়া (ভিডিও সহ)
June 7, 2016,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যেগে ভূমিকম্পের সময় জীবন ও সম্পদ রক্ষার্থে করনীয় বিষয়ে জন সচেনতা বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন রোববার দূপুরে শ্রীমঙ্গল সড়কস্থ ঢাকা বাসষ্টেন্ড এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার প্রদর্শন করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সহ মৌলভীবাজার ফায়ার স্টেশন এবং শ্রীমঙ্গল ফায়ার স্টেশন সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
মহড়ার মাধ্যমে কিভাবে উঁচু ভবন থেকে ভূমিকম্পের সময় নেমে আসতে হয় এবং আটকে পড়া মানুষদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা ও আহতদেরকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তা তুলে ধরা হয়।
মন্তব্য করুন