মৌলভীবাজারে ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ভোক্তা অধিকার সংরক্ষ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রষ্ঠিানকে জরিমানা করা হয়েছে।
রোববার ৭ জুলাই ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে ও সদর থানা পুলিশের একটি টিমের সহায়তায় মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোড, পশ্চিমবাজার সহ বিভিন্ন এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ৮ হাজার টাকার জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, তদারকি অভিযানের সময় জনস্বার্থে ব্যবসায়ীদের ন্যায্য দামে পণ্য বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিক্রয় না করা, পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করার করতে অনুরোধ জানানো হয়। তিনি আরও জানান, জনস্বার্থে মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলার হাট-বাজার, বিপনী রিতান ও মার্কেগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন